Print Date & Time : 20 April 2025 Sunday 1:09 pm

ওয়াশিংটনে ট্রাম্প, শীতের কারণে অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ওয়াশিংটন এলাকায় পৌঁছেছেন। শপথ গ্রহণের আগে অনুষ্ঠিতব্য একাধিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে একটি সরকারি বিমানে ভ্রমণ করেন।

ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া, কন্যা ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনার। ডুলেস বিমানবন্দরে অবতরণের পর তিনি ভার্জিনিয়ার স্টার্লিংয়ে অবস্থিত তার গলফ ক্লাবে যান।

শপথ গ্রহণের আগের রাতে স্টার্লিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। এ সময় এলভিস প্রেসলির একজন সংস্করণ শিল্পী লিও ডেইস গান পরিবেশন করেন। গানটি উপভোগ করেন ট্রাম্প এবং মেলানিয়া।

৭৮ বছর বয়সী ট্রাম্প রোববার (১৯ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরেনায় সমর্থকদের সঙ্গে একটি র‍্যালিতে অংশ নেবেন। পরদিন সোমবার শপথ গ্রহণ এবং শপথোত্তর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

কনকনে শীতের কারণে অভিষেক অনুষ্ঠান ভেন্যু পরিবর্তন

আবহাওয়ার পূর্বাভাসে সোমবার কনকনে শীতের কথা জানানো হয়েছে। এর ফলে ঐতিহ্যবাহী ক্যাপিটল ভবনের পশ্চিম ফ্রন্ট থেকে শপথ গ্রহণের অনুষ্ঠান স্থানান্তর করে ক্যাপিটল রোটুন্ডায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেনসিলভানিয়া অ্যাভিনিউতে নির্ধারিত প্যারেডও স্থানান্তর করে ক্যাপিটাল ওয়ান এরেনায় করা হবে।

স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ট্রাম্প ক্যাপিটল রোটুন্ডায় শপথ গ্রহণ করবেন। এরপর তিনি ঐতিহ্যবাহী ভাষণ দেবেন, যেখানে তিনি ‘ঐক্য, শক্তি এবং ন্যায্যতা’কে মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরবেন বলে এনবিসি নিউজকে জানিয়েছেন।

অতিথিদের সীমিত উপস্থিতি

শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ২ লাখ ২০ হাজার টিকেটধারী অতিথি ক্যাপিটল ভবনে উপস্থিত থাকার কথা ছিল। তবে ভেন্যু পরিবর্তনের কারণে ক্যাপিটাল ওয়ান এরেনার ২০ হাজার আসনেই সীমাবদ্ধ থাকবেন দর্শকরা। অনুষ্ঠানটি সেখান থেকে সম্প্রচার করা হবে এবং প্যারেডের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হবে।

১৯৮৫ সালে রোনাল্ড রিগানের দ্বিতীয় অভিষেকের পর এই প্রথম কোনো অভিষেক অনুষ্ঠান শীতের কারণে ভবনের ভেতরে স্থানান্তরিত হলো।