ডেস্ক রিপোর্ট: লেবাননের একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি কমান্ডারকে হত্যা করেছে। শনিবার (১৯ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তাদের বিমান বাহিনী লেবাননের দক্ষিণে বিন্ত জেবেইল এলাকায় হিজবুল্লাহর ডেপুটি কমান্ডারকে হত্যা করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’এর বরাত দিয়ে বিবিসি বলছে, ইসরায়েলের বেসামরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত ছিল নাসের আবেদ আল-আজিজ রশিদ।
তবে ইসরায়েলের এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।