ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে উপত্যকাটিতে নতুন করে তীব্র সামরিক অভিযান শুরু করারও ঘোষণা দিয়েছেন তিনি।
গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের জন্য নিরাপত্তা-বিষয়ক মন্ত্রিসভা অনুমোদিত একটি পরিকল্পনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি হিব্রু ভাষার ভিডিও বার্তা পোস্ট করেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ‘নিজের সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে’।
তিনি বলেছেন, হামাসকে পরাজিত করার লক্ষ্যে উপত্যকাটিতে নতুন করে একটি তীব্র সামরিক অভিযান শুরু হবে। তবে, এই অভিযানে ছিটমহলটি কতটা অঞ্চল দখল করা হবে তা বিস্তারিতভাবে উল্লেখ করেননি।
তেল আবিবের রাজনৈতিক ও সামরিক নেতারা গাজা আক্রমণ সম্প্রসারণ এবং সেখানে সাহায্য সরবরাহের পরিকল্পনা অনুমোদনের পর নেতানিয়াহুর এমন বক্তব্য সামনে এলো।
নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে গাজায় অবরোধের শিকার ২৩ লাখ মানুষের খাদ্য ও অন্যান্য সহায়তা সরবরাহের দায়িত্ব ইসরাইলি সেনাবাহিনীকে দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে।
নিউজওয়্যার নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বলেছে, পরিকল্পনার মধ্যে রয়েছে ‘বিজয়’ এবং সমগ্র গাজা উপত্যকা সম্পূর্ণ সামরিক দখল।
এদিকে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, সম্প্রসারিত হামলা ‘পুরো ছিটমহল দখল পর্যন্ত যেতে পারে’।
একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, গাজা উপত্যকা জয় করা এবং অঞ্চলগুলি দখল করা, গাজার জনসংখ্যাকে তাদের সুরক্ষার জন্য দক্ষিণে সরিয়ে নেওয়া। ‘
সূত্রটি আরও জানিয়েছে, নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের প্রস্থানের পরিকল্পনা ‘প্রচার চালিয়ে যাচ্ছেন’।