ডেস্ক রিপোর্ট: ক্ষমতার মসনদে বসেই বিশ্বকে প্রায় নাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের ওপর ‘পাল্টা শুল্ক’ আরোপ করে সবাইকে দ্বিপাক্ষিক চুক্তি করতে অনেকটাই বাধ্য করছেন তিনি। এবার শুল্ক ইস্যুতে সুর নরম করলেন এই প্রেসিডেন্ট। চীনের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির লড়াই অবসানের ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুল্ক আর না বাড়ুক। কারণ শুল্ক বাড়তে থাকলে মানুষ আর পণ্য কিনবে না। খবর বিবিসির।
তিনি বলেন, সুতরাং, আমি হয়তো আরও বাড়াতে চাই না। আমি হয়তো কমাতে চাইতে পারি।
ট্রাম্প জানান, শুল্কের বিষয়ে চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি।
তবে, সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই আলোচনায় যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
এ ছাড়া আগামী এক মাসের মধ্যে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার পূর্বাভাস ও দিয়েছেন তিনি। তবে যতক্ষণ না পর্যন্ত বাণিজ্য ইস্যু সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।
এর আগে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করার জন্য চীনভিত্তিক বাইটড্যান্সকে একটি আইনি সময়সীমা দেওয়া হয়েছিল। বারবার সেই সময়সীমা বাড়িয়েছিলেন ট্রাম্প।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বাণিজ্য শুল্ক নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও এ কারণে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।