Print Date & Time : 11 September 2025 Thursday 4:17 am

এবার শাহরুখের রেকর্ড ভাঙল শ্রদ্ধার ‘স্ত্রী ২’

ডেস্ক রিপোর্ট: শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’ নতুন রেকর্ড গড়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’-কে ছাপিয়ে গেল এই সিনেমা। এর আগে রণবীরের ‘অ্যানিম্যাল’ এর রেকর্ড ভাঙে ‘স্ত্রী ২’।

নির্মাতারা নিশ্চিত করেছে, ভারতের সর্বকালের প্রথম স্থানাধিকারী হিন্দি ছবি ‘স্ত্রী ২’।
শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির সর্বকালীন (কেবলমাত্র হিন্দি সংস্করণের ক্ষেত্রে) আয়ের পরিমাণকে ছাপিয়ে গেল ‘স্ত্রী ২’।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘জওয়ান’ ছবি তামিল, তেলুগু ও হিন্দি মিলিয়ে ৬৪০.২৫ কোটি টাকার ব্যবসা করে। ভারতে ওই ছবির হিন্দি ভাষার মোট আয় দাঁড়ায় ৫৮২.৩১ কোটি টাকা। অ্যাকশন থ্রিলার ঘরানার ‘জওয়ান’-এর পরিচালক ছিলেন অ্যাটলি। এই ছবির রেকর্ডকে ছাপিয়ে এখন এক নাম্বারে দাঁড়িয়ে ‘স্ত্রী ২’।

২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী। ’ ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এরপর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা রয়েছেন। এছাড়া একটি বিশেষ ক্যামিওতে দেখা যায় অভিনেতা বরুণ ধাওয়ানকে।