Print Date & Time : 21 April 2025 Monday 1:30 pm

এবার চীনা এআই প্রযুক্তি ‘ডিপসিক’কে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘ডিপসিক’ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির আইনপ্রণেতারা। মার্কিন সিনেটর জশ হাওলি সম্প্রতি একটি বিল উত্থাপন করেছেন, যেখানে সরকারি ডিভাইসসহ কোনো ব্যবসা প্রতিষ্ঠান এ চ্যাটবট ব্যবহার করলে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে।

আইন লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে ১০ লাখ ডলার জরিমানা ও ২০ বছরের কারাদণ্ডের বিধান থাকছে, আর ব্যবসায়িক ক্ষেত্রে ১০ কোটি ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।

ডিপসিক নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো, গোপনীয়তা ও নিরাপত্তা। মার্কিন প্রশাসনের দাবি, চীনা প্রযুক্তি সংস্থাগুলো প্রায়ই ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের সঙ্গে ভাগ করে নেয়। এ একই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র আগে টিকটক নিষিদ্ধ করার চিন্তা করেছিল। হাওলির মতে, ডিপসিক ব্যবহার করলে মার্কিন নাগরিকদের তথ্য চীনা কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতালি, তাইওয়ান এবং অস্ট্রেলিয়াও ডিপসিক নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের পথে হাঁটছে। তবে ভারত কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে। দেশটির আইটিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ডিপসিককে স্থানীয় সার্ভারে হোস্ট করা হবে।