Print Date & Time : 31 August 2025 Sunday 6:55 pm

এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা ইসরাইলিদের

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরাইলের তরুণ অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল এবার সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রা প্রদেশে নতুন একটি বসতি স্থাপনের চেষ্টা করেছে। সিরিয়ার এ এলাকাটি ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির নিরাপত্তা বেস্টনী অতিক্রম করে কুনেইত্রার বীর আজাম গ্রামে পৌঁছে যায়।

ফুটেজে আরও দেখা যায়, তারা সঙ্গে আনা কাঠের ছাঁচের মধ্যে কংক্রিট ঢালছে। একটি ফ্রেমে পরিকল্পিত বসতি ইউনিটটির নামও ধরা পড়ে—‘নেভে হাবাশান’, যা সিরীয় ভূখণ্ডে বসানোর চেষ্টা করা হচ্ছিল।

মূলত, বাশার আল আসাদ ও বাথ শাসন পতনের পর থেকে ইসরাইল সিরিয়ার বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে আসছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ১৯৭৪ সালে দখল করে নেওয়া অঞ্চলের ভেতরে ও বাইরে সামরিক ঘাঁটি ও পোস্ট স্থাপন করেছে এবং সেখানে নিয়মিত টহল পরিচালনা করছে।