Print Date & Time : 2 May 2025 Friday 12:07 am

এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হুথিদের হামলা

ডেস্ক রিপোর্ট: আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’-এ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন।

মিডল ইস্ট মনিটর-এর প্রতিবেদন অনুসারে, বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, হুতি বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়।

এই কর্মকর্তা জানান, এক অভিযানে লহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’কে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই ‘ইউএসএস কার্ল ভিনসন’কে টার্গেট করা হয়।

তিনি দাবি করেছেন, আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়।

গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ধ্বংস হয়েছে। এ ঘটনায় আফ্রিকার অন্তত ৬৮ জন নাগরিক নিহত ও আরও ৪৭ জন আহত হন।

ওইদিন ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে অবতরণের সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায়। এই ধরনের ঘটনা এটাই প্রথম।

পৃথক এক ঘোষণায় হুথি মুখপাত্র জানিয়েছেন, জাফা শহরে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে একটি যৌথ অভিযান চালানো হয়েছে। সেই সঙ্গে তিনি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হুতির প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গাজা উপত্যকার ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে হুথি বাহিনী ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাবেল মান্দেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

প্রায় ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করেছিল। তবে গত মাসে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করলে হুথিরা আবারও ইসরায়েল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করেছে। তবে মার্কিন বাহিনীর ইয়েমেনে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে বেসামরিক হতাহতের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে।