Print Date & Time : 20 April 2025 Sunday 7:57 pm

এডেনে শক্তিশালী বিস্ফোরণে হতাহত ১৮

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে একটি শক্তিশালী বিস্ফোরণে একটি আবাসিক এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১৮ জন হতাহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গ্যাস স্টেশন থেকে উদ্ভূত বিকট বিস্ফোরণটি এডেনের ঘনবসতিপূর্ণ মনসুরাহ জেলার মধ্যবর্তী এলাকাকে প্রকম্পিত করেছিল। যা বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

ঘটনাস্থলে থাকা নাগরিকরা বিস্ফোরণের কিছুক্ষণ আগে গ্যাস স্টেশনে আগুনের লেলিহান শিখা দেখতে পান। আলোর একটি তীব্র ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে, যা শহরের বেশিরভাগ অংশজুড়ে দৃশ্যমান হয়।

যদিও এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা অনিশ্চিত। তবে স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এতে ৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। খবর মেহের নিউজ এজেন্সি