Print Date & Time : 21 April 2025 Monday 5:50 am

এখনই নতুন নেতার নাম ঘোষণা করবে না হিজবুল্লাহ

ডেস্ক রিপোর্ট: হাসান নাসরুল্লাহর উত্তরসূরির নাম এখনই ঘোষণা করবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কেননা যার নাম ঘোষণা করা হবে তিনিই ইসরাইলের টার্গেটে পরিণত হতে পারেন। নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিজক এ ব্যাখ্যা দিয়েছেন। খবর আল-জাজিরার

তিনি বলেন, সম্প্রতি রাদোয়ান বাহিনীর (হিজবুল্লাহর বিশেষ অপারেশন ফোর্স ইউনিট) নতুন কমান্ডারকে মনোনয়ন দেওয়ার কয়েকদিনের মধ্যেই হত্যা করেছে ইসরাইল। সুতরাং আমি মনে করি, হিজবুল্লাহকে আগে সমস্যার কারণ উদঘাটন করে এর সমাধানের পথ খুঁজতে হবে।

এই বিশ্লেষক আরও বলেন, হিজবুল্লাহর পক্ষে ইসরাইলের বিরুদ্ধে জোরদার হামলা চালানোর ক্ষমতা রয়েছে। তার চেয়েও বড় কথা, হিজবুল্লাহ সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছে, কারণ ইসরাইলও দমে যাওয়ার পাত্র না।

এদিকে হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরাইল। রোববার ইসরাইলি সামরিক বাহিনী এক্স-এ একটি পোস্টে এ দাবি করেছে।

ইসরাইলি বাহিনী বলেছে, তারা শীর্ষস্থানীয় হিজবুল্লাহ নেতা নাবিল কাউককে হত্যা করেছে। তিনি গোষ্ঠীটির সিনিয়র নেতাদের অন্যতম। কাউক হিজবুল্লাহর কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও প্রিভেন্টিভ সিকিউরিটি ইউনিটের প্রধান ছিলেন।