Print Date & Time : 22 April 2025 Tuesday 3:13 am

ইসরায়েল-হিজবুল্লাহ’র পাল্টাপাল্টি হামলা

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের উত্তরাঞ্চলে ১১ টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৩২০ টির বেশি রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রবিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা অধিক সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের আক্রমণের প্রথম পর্ব শেষ করেছে। এর আগে ভোরে দক্ষিণ লেবাননে ‌একের পর এক তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহ বলেছে, তারা জুলাই মাসের শেষের দিকে কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের মেরন ও অধিকৃত গোলান হাইটসের ৪টিসহ ১১টি সামরিক ঘাঁটিতে বিপুল পরিমাণ কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তারা।

পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের গভীরে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার অংশ হিসেবে প্রথমে সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে।

এর আগে, রবিবার দিনের শুরুতেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে-এমন খবর পাওয়ার পরপরই তাদের যুদ্ধবিমানগুলো আক্রমণ শুরু করে।

গত অক্টোবরে ইসরায়েল গাজায় অভিযান শুরুর পর থেকেই সীমান্তে একে অপরের সঙ্গে গুলি বিনিময় করে যাচ্ছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ সদস্যরা। সম্প্রতি বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার নিহতের ঘটনায় তা তীব্র হয়েছে। এর জেরে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেসামরিক নাগরিকদের।

এদিকে হিজবুল্লাহর রকেট হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার সকালে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন। আর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইসরায়েলে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন।