Print Date & Time : 20 April 2025 Sunday 8:03 pm

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিলেন খামেনেয়ি

ডেস্ক রিপোর্ট: ইরানের মাটিতে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করতে চিরশত্রু ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেয়ি। বুধবার (৩১ জুলাই) কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

তিনজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাতে ইসরায়েলে হামলার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। তাদের মধ্যে দুজন ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হানিয়ার মৃত্যুর পরপরই বুধবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেন খামেনেয়ি। ওই বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

নির্দেশনার অংশ হিসেবে কর্মকর্তারা বলছেন, হামলা ও প্রতিরোধ উভয় পরিকল্পনা তৈরি রাখতে আইআরজিসি ও ইরানের সেনা কমান্ডারদের বলেছেন খামেনেয়ি। মূলত যুদ্ধের সম্প্রসারণ কিংবা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই এই নির্দেশনা দিয়েছেন তিনি।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকালে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হামাসের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান ও হামাস।