ডেস্ক রিপোর্ট: চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে লেবানন থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লাহ ১৩৫টির বেশি রকেট ছুড়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ছোঁড়া এসব রকেটগুলো বেশির ভাগই উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয় বলে জানা গেছে।
এসময় তেল আবিব এবং এর আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ জানায়, বুধবার চারটি ব্যারাজসহ মধ্য ইসরায়েলে অন্তত ছয়টি রকেট ছোঁড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ৭০ জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র (অপারেশনস রুম) বুধবার এ দাবি করে। তবে কখন এসব সেনাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি।
যদিও সর্বশেষ এক দাবি অনুযায়ী হিজবুল্লাহ কর্তৃক ৫৫-৭০ জন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি রকেট আটকানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে এই ঘটনায় টাইমস অব ইসরায়েল থেকে সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেটগুলোকে বাধা দেওয়া হয়েছে এবং কিছু রকেট মাটিতে পড়েছে। ইসরায়েলের চ্যানেল টুয়েলভ রিপোর্ট করেছে, দুটি রকেট আটকানো হয় এবং অন্যগুলো খোলা জায়গায় পড়ে। এতে জানানো হয়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ পাওয়ায় বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
(খবর: দ্য টাইমস অব ইসরায়েল)