ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের একটি বিমান হামলায় পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন কিশোর রয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম জানান, এই হামলা সোমবার রাতে সংঘটিত হয়, যেখানে ইসরায়েলি বাহিনী শিবিরের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের লক্ষ্যবস্তু করেছিল বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ইব্রাহিম বলেন, মেডিকেল সূত্র জানিয়েছে তারা নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত পাঁচ ফিলিস্তিনির মৃতদেহ ও শরীরের অংশগুলো গ্রহণ করেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত কিশোরদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সী আদনান জাবের এবং ১৬ বছর বয়সী মোহাম্মদ আহমদ এলায়ান। নিহত অপর ব্যক্তিরা হলেন মোহান্নাদ কারাভি (১৯), জিবরিল ঘাসান জিবরিল (২০) এবং মোহাম্মদ আলী ইউসিফ (৪৯)।
জিবরিলকে গত নভেম্বর মাসে একটি চুক্তির অধীনে মুক্তি দেওয়া হয়েছিল। গাজা উপত্যকার জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছিল।
বিমান হামলার পর তুলকারেম গভর্নরেটে মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। যাতে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।
হামাস এই হামলার নিন্দা জানিয়ে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে তাদের সংগ্রাম আরও তীব্র করার আহ্বান জানায়।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে প্রায় ৫০টি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। যার বেশিরভাগই তুলকারেম, জেনিন ও নাবলুসে সংঘটিত হয়েছে।
ইব্রাহিম আরও বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিমান হামলার বাড়িয়েছে। তাদের দাবি, তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়ছে।
পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের আক্রমণের ফলে সহিংসতাও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বেথলেহেমের নিকটবর্তী ওয়াদি রাহাল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণে এক ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ওয়াফা জানিয়েছে, নিহত ব্যক্তির নাম খলিল সালেম খলাওয়ি (৪০)। ইসরায়েলি সেটেলাররা গ্রামের ছেলেদের স্কুলের কাছাকাছি ঘরবাড়িতে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। এতে খলাওয়ি নিহত হন।
ওয়াদি রাহাল গ্রামের কাউন্সিল প্রধান হামদি জিয়াদা ওয়াফাকে বলেন, ইসরায়েলি বাহিনী সেটেলারদের সুরক্ষা দিতে গ্রামে অভিযান চালায় এবং স্থানীয় বাসিন্দাদের ওপর সাউন্ড বোমা ও বিষাক্ত গ্যাস নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এবং পুলিশ এই হামলার তদন্ত করছে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে।
এদিকে, ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেটসেলেম মঙ্গলবার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পশ্চিম তীরে একজন ফিলিস্তিনিকে ধর্ষণের হুমকি দিচ্ছেন একজন ইসরায়েলি সেটেলার।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইসরায়েলি সেটেলাররা পশ্চিম তীরে এক হাজার ৩৩৪টি আক্রমণ চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Discussion about this post