ডেস্ক রিপোর্ট: গাজার জাবালিয়ায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় গত ৪৮ ঘণ্টায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামলায় ৫০ জনের বেশি শিশু নিহতের তথ্য নিশ্চিত করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। এর নিন্দা জানিয়ে একে নির্বিচারে হামলা হিসেবে উল্লেখ করেছে ইউনিসেফ।
ক্যাথেরিন বলেছেন, জাবালিয়ায় ভ্যাকসিনেশন ক্লিনিক ও ইউনিসেফ স্টাফদের উপর যে আক্রমণ তা নির্বিচারে হামলার গুরুতর পরিণতির উদাহরণ। তিনি ইসরায়েলকে এসব হামলার তদন্ত করার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে দায়ীদের শাস্তির আওতায় আনার কথাও বলেছেন তিনি।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজার ৩১৪ ফিলিস্তিনি। এবং আহত হয়েছেন এক লাখ দুই হাজার ১৯ জন।
প্রিন্ট করুন
Discussion about this post