Print Date & Time : 7 May 2025 Wednesday 2:12 am

ইসরাইলে হামলার পর হুথিদের অভিনন্দন জানালেন ওমানের গ্র্যান্ড মুফতি

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি।

মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

রোববার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল-খলিলি বলেন, ‘আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের, যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন জানাই। তারা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। আল্লাহ তাদের এমন বিধ্বংসী অস্ত্র উদ্ভাবনের ক্ষমতা দিয়েছেন, যা শত্রুদের হতবাক করে দিয়েছে।’

রোববার ইয়েমেনের হুথি গোষ্ঠী থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানার পর সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, ইসরাইলি ‘অ্যারো’ এবং মার্কিন ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। হামলায় অন্তত সাতজন আহত হন এবং বিমান চলাচলে ব্যাঘাত ঘটে।

ঘটনার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে পাল্টা হামলার হুমকি দেন। এর কয়েক ঘণ্টা পর হুথি গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘গাজার বিরুদ্ধে শত্রুর হামলা সম্প্রসারণের জবাবে আমরা ইসরাইলি শত্রুর ওপর একটি পূর্ণাঙ্গ আকাশ অবরোধ আরোপ করছি, যা বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরকে পুনঃপুনঃ লক্ষ্যবস্তু করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সকল আন্তর্জাতিক বিমান সংস্থাকে আহ্বান জানাচ্ছি, এই ঘোষণাকে গুরুত্বসহকারে বিবেচনা করুন এবং শত্রু রাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সব ফ্লাইট বাতিল করুন, যাতে আপনাদের যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ থাকে।’

এদিকে, হুথি গোষ্ঠী-সংলগ্ন আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের সাদা শহর ও রাজধানী সানার বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে।