Print Date & Time : 21 April 2025 Monday 1:35 pm

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪০ ফিলিস্তিনি

রিপোর্ট ডেস্ক: চলমান উত্তেজনার মধ্যে ফের ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। আর এই হামলায় গত ২৪ ঘণ্টায় ৪০ ফিলিস্তিনি নিহত ও ৭১ জন আহত হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা।

এর আগে, অজ্ঞাত ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাওয়ার কয়েক মাস পর ৯০টি পচন ধরা মৃতদেহ ফিরিয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। যা তাদের বর্বরতার কথা জানান দেয়।

ইসরাইলের হামলা নিয়ে ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষের দাবি, দখলদার ইসরাইলি বাহিনী সেখানকার স্কুল ও হাসপাতালে হামলা চালিয়েছে। এতে বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছে। তবে ইসরাইলের দাবি, হামাসের কম্যান্ড সেন্টারকে টার্গেট করা হয়েছিল।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি স্কুলে ইসরাইলের সেনা আক্রমণ করেছে। এর ফলে ২৫ জন মারা গেছেন। তার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।