ডেস্ক রিপোর্ট: অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৪ জন আহত হয়েছে।
রোববার গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত মোট ৪৪,৭০৮ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,০৬,০৫০ জনে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধ অভিযান চালানোর পর থেকে ইসরাইল গাজায় ‘গণহত্যামূলক আগ্রাসন’ শুরু করে।
এই আগ্রাসনের মধ্যে ইসরাইল গাজার দুই মিলিয়নেরও বেশি জনগণের ওপর কঠোর অবরোধ আরোপ করে। যার ফলে সেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরাইলের এই ক্রমাগত হামলা এবং অবরোধ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। খবর: মেহের নিউজ এজেন্সি

Discussion about this post