Print Date & Time : 8 August 2025 Friday 12:29 pm

ইসরাইলি ভূখন্ডে ২৬,০০০ রকেট নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট: অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনে ও ইসরাইলি ভূখন্ডে এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি চ্যানেল টুয়েলভ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ২৬,৩৬০টি রকেট ইসরাইলি অধিকৃত এলাকায় নিক্ষিপ্ত হয়েছে।

এই রকেটগুলো গাজা উপত্যকা, লেবানন, ইরান এবং ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানের প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজার ওপর অবরোধ চাপিয়ে দেন এবং বর্বর আগ্রাসন শুরু করে।

হামাসের ওই অভিযানটি মূলত ফিলিস্তিনিদের ওপর সংঘটিত ইসরাইলি শাসনের ধারাবাহিক অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবেই পরিচালিত হয়।

তবে এ ঘটনার পর থেকে ইসরাইল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং রীতিমত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। যার ফলে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত ও পঙ্গু হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া বসতভিটা হারিয়ে বা বাস্তুচ্যুত হয়ে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির অভাবে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষ। খবর: মেহের নিউজ