Print Date & Time : 12 May 2025 Monday 1:35 pm

ইসরাইলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ভোরবেলা হাইফার পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।

লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় এ রকেট ছোড়ার দাবি করেছে সংগঠনটি। রোববার আলজাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈরুত থেকে আলজাজিরা প্রতিনিধি জানিয়েছেন, ২০০৬ সালের পর এই প্রথম হিজবুল্লাহর রকেট ২০ কিলোমিটারের বেশি দূরে আঘাত করলো। ধারণা করা হচ্ছে, তারা ৪৫, এমনকি ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করেছে। কেননা এই দূরত্বের বিভিন্ন এলাকায়, যেমন রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট আঘাত বা প্রতিহতের খবর আমাদের কাছে এসেছে।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ১০টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল এবং বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

এর আগে, শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছিল, লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে শত শত বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর আক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা।

অবশ্য এখন পর্যন্ত হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরাইল।