Print Date & Time : 4 August 2025 Monday 3:42 pm

ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ সেনাবাহিনীর

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে ইরান। ইসরাইলি প্রতিরক্ষাব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এতে হাইফা শহরে অন্তত চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তর ইসরাইলের হাইফায় অন্তত চারজন আহত হয়েছেন।
রয়টার্সের খবর বলা হয়েছে, হাইফায় প্রজেক্টাইল অবতরণ করার খবর পাওয়া গেছে। এছাড়া সেখানে বিস্ফরণের খবর শোনা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরাইলি প্রতিরক্ষাব্যবস্থার স্তরগুলো’ ভেদ করে গেছে। যদিও ইসরাইলি সামরিক বাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ ইসরাইলের ‘আয়রন ডোম’ ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা স্থানীয়দের ‘সংরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।