Print Date & Time : 31 August 2025 Sunday 3:56 am

ইসরাইলকে প্রতিরোধ করায় ইরানের প্রশংসায় হিজবুল্লাহ

ডেস্ক রিপোর্ট: লেবাননের পাশে থাকায় এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরাইল) বিরুদ্ধে অবিচল প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুধবার বৈরুত সফর শেষে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে আলোচনা করেছেন।

এ সময় হিজবুল্লাহর মহাসচিব লেবাননের প্রতি অটল সমর্থন এবং ইসরাইলি শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেন।

তিনি লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ইরানের সমর্থনেরও প্রশংসা করেছেন।
শেখ কাসেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন।

বৈরুতে একদিনের সফরকালে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদ স্পিকারের সঙ্গে বৈঠক করেন।