ডেস্ক রিপোর্ট: ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৬ সন্ত্রাসী নিহত এবং ৫০ জনকে আটক করা হয়েছে।
শনিবার ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গ্রাউন্ড ফোর্স কুদস বেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমদ শাফায়ি এ তথ্য জানিয়েছেন।
জেনারেল শাফায়ি জানান, ‘নিরাপত্তা শহিদ’ নামক একটি সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয়। মূলত এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসীদের কার্যক্রম ধ্বংস করা এবং অঞ্চলের নিরাপত্তা জোরদার করা।
তিনি বলেন, এই মহড়ার মূল উদ্দেশ্য নিরাপত্তা বৃদ্ধি করা। যা এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।
সিস্তান ও বালুচিস্তান প্রদেশ দুটি মূলত ইরানের একটি সংবেদনশীল এলাকা। যা বহুদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তাহীনতার জন্য পরিচিত। আইআরজিসি নিয়মিতভাবে এ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এ ধরনের অভিযান ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে পরিচালিত হয় এবং এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমকে দমন করার চেষ্টা করা হয়। খবর: মেহের নিউজ এজেন্সি

Discussion about this post