Print Date & Time : 10 September 2025 Wednesday 6:45 pm

ইরানে ফের হামলার হুমকি ইসরাইলের

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালানো হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইসরাইলি বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর রয়টার্স

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইসফাহানসহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না।

কাটজ বলেন, ‘যদি আমাদের ফিরে আসতে হয়, তাহলে আমরা আরও শক্তি নিয়ে ফিরে আসব।’

গত জুন মাসে ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরাইল। এর ফলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৩ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রও তেহরানে হামলা চালায়।