Print Date & Time : 20 April 2025 Sunday 5:47 pm

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১

ডেস্ক রিপোর্ট: ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে প্রদেশটির তাবাস শহরের একটি খনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৭ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেখানে এখনো উদ্ধার কাজ চলছে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। খবর মেহের নিউজ