Print Date & Time : 8 August 2025 Friday 11:25 pm

ইরানে ইসরাইলি হামলা, পুরো দায় যুক্তরাষ্ট্রকে দিল হিজবুল্লাহ

ডেস্ক রিপোর্ট: ইরানের ওপর ইসরাইল সর্বশেষ যে হামলা চালিয়েছে তার পুরো দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ শনিবার মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ইসরাইলের শুরু করা বিশ্বাসঘাতক অভিযানের ‘পুরো দায়’ ওয়াশিংটনের ওপর বর্তায়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে।’

এতে বলা হয়, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরাইলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।