Print Date & Time : 21 July 2025 Monday 9:29 pm

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পেলেন আব্বাস আরাকি

ডেস্ক রিপোর্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্বাস আরাকিকে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার (১১ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে একটি সরাসরি সম্প্রচারে এই ঘোষণা দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানের মনোনীত মন্ত্রিপরিষদকে আগে পার্লামেন্টের অনুমোদিত হতে হবে। এ বিষয়ে স্পিকার মোহাম্মদ বাকের বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে প্রস্তাবিত মন্ত্রীদের বিষয়ে পর্যালোচনা করবে পার্লামেন্টারি কমিশন।’

একজন অভিজ্ঞ বাস্তববাদী কূটনীতিবিদ আব্বাস আরাকি। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত পরাশক্তিগুলোর সঙ্গে তেহরানের পরমাণুশক্তি বিষয়ক আলোচনায় প্রধান সমঝোতাকারী ছিলেন।

আরাকি তুরস্ক ও জাপানে রাষ্ট্রদূতের দায়িত্ব্ও পালন করেছেন। মোহাম্মদ জাভাদ জারিফ পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মন্ত্রণালয়ের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি।

আব্বাস আরাকি ইউনিভার্সিটি অব কেন্ট থেকে রাজনৈতিক দর্শনে পিএইচডি অর্জন করেন।