ডেস্ক রিপোর্ট: ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে, এমন সম্ভাবনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ট্রাম্প শিবিরের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৫ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।
রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। এ বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে।
নির্বাচনি প্রচারণা চলাকালে পেনিসিলিভিনিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যা চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওঁত পেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন।
তবে কোনও ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার প্রমাণ ওইসব ঘটনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ট্রাম্পের কমিউনিকেশন্স ডিরেক্টর স্টিভেন শেং বিবৃতিতে বলেছেন, ‘বিগত কয়েকমাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগে কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন। নির্বাচন কোনও হস্তক্ষেপ মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর।’
বিবৃতিতে এই দাবির সপক্ষে কোনও প্রমাণ পেশ করা হয়নি। এছাড়া, এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করে উদয় হয়েছে, বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইরান সরকার। তবে অন্য এক বক্তব্যে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে তেহরান।
গত মাসে রিপাবলিকান প্রচারণা শিবিরের অভ্যন্তরীণ যোগাযোগ হ্যাক করার অভিযোগ ওঠে। এই ঘটনায় ইরানি গোয়েন্দা কর্মকর্তারা জড়িত বলে ট্রাম্প শিবিরের সদস্যদের অভিযোগ রয়েছে।

Discussion about this post