Print Date & Time : 22 July 2025 Tuesday 4:42 am

ইরানি প্রেসিডেন্টের উপদেষ্টা জাভেদ জারিফের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) এক্স-এ তিনি পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০১৫ সালে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তির সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভেদ জারিফ। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

জারিফ এক্স-এ লিখেছেন, আমি গত সপ্তাহে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছি।জারিফ তার পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন, নতুন প্রস্তাবিত ১৯ সদস্যের মন্ত্রিসভার সদস্য নির্বাচন নিয়ে তার হতাশার কথা। তিনি বলেন, আমি লজ্জিত যে আমি কমিটি কর্তৃক নির্বাচিত বিশেষজ্ঞ মতামত বাস্তবায়ন করতে পারিনি। নারী, যুবক ও জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারিনি। আমি এগুলো নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান রবিবার তার মন্ত্রিসভার প্রস্তাবিত তালিকা পার্লামেন্টে উপস্থাপন করেন। এতে একজন নারী অন্তর্ভুক্ত ছিলেন। এই প্রস্তাবিত তালিকা ইরানের সংস্কারপন্থি শিবিরে সমালোচনার সম্মুখীন হয়েছে।

জারিফ আরও জানান, উপদেষ্টা হিসেবে নিয়োগের পর তার সন্তানদের মার্কিন নাগরিকত্ব নিয়ে চাপের মুখোমুখি হতে হয়েছে।

তিনি লিখেছেন, আমার বার্তা প্রিয় ড. পেজেশকিয়ান অথবা বাস্তবতার বিরুদ্ধে বিরোধিতা নয়। বরং এটি আমার স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের উপদেষ্টা হিসেবে উপকারিতা নিয়ে সন্দেহের প্রকাশ।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখন তিনি অ্যাকাডেমিক জীবনে ফিরে যেতে এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতির প্রতি মনোযোগ কমাতে চান।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মধ্যপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের প্রধান কূটনীতিক ছিলেন জারিফ। আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পেয়েছিলেন ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির দীর্ঘ আলোচনা সময়। যদিও এই চুক্তি থেকে তিন বছর পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।