Print Date & Time : 21 April 2025 Monday 7:45 am

ইরাকে প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট: ইরাক সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি বাগদাদে পৌঁছান। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানানো হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেশকিয়ান এই প্রথম বিদেশ সফরে গেলেন। বাগদাদে পৌঁছালে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী তাকে অর্ভ্যর্থনা জানান। এ সময় পেজেশকিয়ানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠক হবে। আলোচনা হবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে। এ ছাড়া বেশ কিছু চুক্তি সইয়ের পরিকল্পনাও আছে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী ইরাকে হামলা চালায়। এই হামলায় ইরাকের সাদ্দাম হোসাইন সরকারের পতন হয়। সন্ত্রাস দমনের নামে ধ্বংস করা হয় ইরাকের সামরিক-বেসামরিক স্থাপনা। নির্বিচারে চালানো হয় হত্যাযজ্ঞ।

এর পর থেকে অন্যান্য দেশ ইরাককে এড়িয়ে চলছে। এ সুযোগে অব্যাহতভাবে বাগদাদে নিজেদের প্রভাব বাড়ায় তেহরান। বর্তমানে ইরাকে ইরান-সমর্থিত বেশ কয়েকটি দল ও সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। ইরানের প্রেসিডেন্টের সফরে এসব সশস্ত্র গোষ্ঠীর ভবিষ্যত নিয়ে আলোচনা হতে পারে।