Print Date & Time : 31 August 2025 Sunday 4:36 pm

ইয়েমেনে ইসরাইলের বিমান হামলা, নিহত ১০

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন আরও ৯২ জন। আহতদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী আছেন।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ইয়েমেনে ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হুথি-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিতহের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

রোববার গভীর রাতে স্বল্প সময়ের এই অভিযান চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। ইয়েমেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, দু’টি বিদ্যুৎকেন্দ্র, একটি জ্বালানি তেলের ডিপোসহ সানার বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইসরাইলকে লক্ষ্য করে প্রায় নিয়মিত রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইয়েমেনের হুথিরা। তাদের এসব হামলার জবাব দিতেই রোববার সানায় বিমান অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরাইলের মূল ভূখন্ড এবং লোহিত সাগর এডেন উপসাগরে ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা শুরু করে হুথি গোষ্ঠী।

ড্রোন-ক্ষেপণাস্ত্র-রকেট ছুড়ে গত দুই বছরে লোহিত সাগর ও এডেন উপসাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুথিরা।