ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৬ মে) ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ছয়টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হুথি নিয়ন্ত্রিত অঞ্চলটির বিমানবন্দরের মহাপরিচালক খালেদ আল-শায়েফ এ তথ্য জানিয়েছেন।
তিনি আল মাসিরাহ টিভি চ্যানেলকে বলেন, ‘শত্রুরা আক্রমণ করে ছয়টি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে তিনটি ইয়েমেনি বিমান ছিল।’
এই কর্মকর্তার মতে, ইয়েমেনিয়া এয়ারওয়েজ তিনটি বিমান হারিয়েছে। এখন জর্ডানের আম্মানে এই এয়ারওয়েজের কেবল একটি বিমান অবশিষ্ট রয়েছে।
বার্তা সংস্থা তাসের মতে, তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলার পর ইসরায়েলি বাহিনী ইয়েমেনের ওপর বড় আকারের হামলা শুরু করে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু।
আল ইয়েমেন টিভি চ্যানেলের মতে, বিমানবন্দরের প্রধান যাত্রী টার্মিনাল এবং সমস্ত প্রযুক্তিগত ক্ষেত্র সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
ইয়েমেনের রাজধানী অঞ্চলের বেশ কয়েকটি বৈদ্যুতিক কেন্দ্র এবং আমরান প্রদেশের একটি সিমেন্ট কারখানাতেও গোলাবর্ষণ করা হয়েছে।