ডেস্ক রিপোর্ট: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে দেখা করতে গিয়ে আটকের শিকার হন তার দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও তার বোনেরা। অবশ্য আটকের কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
জানা গেছে, আটকদের জেলে পিটিআই প্রতিষ্ঠাতা খানের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না পুলিশ। যা নিয়ে পুলিশ চেকপয়েন্টে বাক বিতণ্ডায় জড়ান তারা। পরে তাদের আটক করে পুলিশ। অবশ্য এর কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
আদিয়ালা কারাগারের বাইরে আটকদের মধ্যে রয়েছেন পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা আহমেদ খান ভাচার, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) প্রধান সাহেবজাদা হামিদ রাজা এবং খানের বোন আলেমা খান, উজমা খানম এবং নরীন খানম, তার চাচাতো ভাই কাসিম খান।
পুলিশ কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে তাদের একটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। যেখানে একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ‘আমরা তোমাদের সবাইকে গ্রেফতার করব।’
ঘটনাটি গোরখপুর চেকপয়েন্টে ঘটেছিল, যেখানে পিটিআই সমর্থকরা জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছিল।
এর আগেও গত সপ্তাহে আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মীদের মধ্যে একই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
এদিকে, ফেডারেল সরকার খান এবং তার আইনজীবী বা রাজনৈতিক সহযোগীদের মধ্যে বৈঠকের উপর কোনও বিধিনিষেধ আরোপের কথা অস্বীকার করেছে। পিটিআই কর্মকর্তারা গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে জনসাধারণ আরও প্রতিক্রিয়া দেখাবে।