Print Date & Time : 9 August 2025 Saturday 4:46 am

ইমরান খানের মুক্তি চেয়ে বাইডেনের কাছে ৬০ কংগ্রেসম্যানের চিঠি

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির রাজনৈতিক বন্দিদের মুক্তি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ৬০ জন সদস্য। সেই সঙ্গে তারা ইমরানের দল পিটিআইয়ের সমর্থকদের ব্যাপকভাবে নির্বিচারে আটকের অবসান চেয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) বাইডেনের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সংসদ নির্বাচনে ব্যাপক নির্বাচনী জালিয়াতি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার রাষ্ট্রীয় প্রচেষ্টা এবং রাজনৈতিক নেতা, সাংবাদিক ও কর্মীদের গ্রেপ্তার ও আটকসহ ঐতিহাসিক স্তরের অনিয়ম দেখা গেছে।

কংগ্রেসম্যান গ্রেগ কাসারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রতি মার্কিন নীতিতে মানবাধিকারকে গুরুত্ব দিয়ে দেখতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে। তারা লিখেছেন, আমরা আপনার প্রশাসনকে জরুরি ভিত্তিতে ইমরান খানের নিরাপত্তা ও সুস্থতার জন্য পাকিস্তান সরকারের কাছ থেকে গ্যারান্টি সুরক্ষিত করার আহ্বান জানাচ্ছি এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কারাগারে ইমরানের সাথে দেখা করার আহ্বান জানাচ্ছি।

চিঠিতে বলা হয়, আমরা পাকিস্তানি আমেরিকান ভোটারদের পাশাপাশি আমেরিকা ও বিশ্বজুড়ে কমিউনিটি নেতৃবৃন্দ এবং নির্বাচিত কর্মকর্তাদের পাকিস্তানের জনগণের সাথে সংহতি জানাতে এবং সত্যিকারের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র পুনর্নির্মাণে তাদের সংগ্রামের সঙ্গে একাত্মতা পোষণ করছি।

সবশেষ পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই মার্কিন আইনপ্রণেতারা পাকিস্তানে চলমান ‘ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। যদিও হোয়াইট হাউস চিঠির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং পাকিস্তানি কর্মকর্তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।