Print Date & Time : 9 August 2025 Saturday 6:53 am

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৫

ডেস্ক রিপোর্ট:  ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজদের সন্ধান করছে উদ্ধারকর্মীরা।

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পর সোলোক জেলায় অবৈধ স্বর্ণের খনিটি ধসে পড়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইরওয়ানের অনুমান অনুযায়ী, ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল। তাদের মধ্যে ১৫ জন মারা গেছে, তিনজন আহত এবং সাতজন নিখোঁজ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

সড়কপথে চলাচলের অনুপযোগী ওই স্থানে পৌঁছাতে উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিতে হয়। ইরওয়ানের অনুমান অনুযায়ী, ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল।

ছোট এবং অবৈধ খনির কারণে প্রায়ই ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। খনিজ সম্পদে ভরপুর এ অঞ্চলের কর্তৃপক্ষের পক্ষে যা নিয়ন্ত্রণ করা কঠিন। এমনকি খনিজ সম্পদ প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণেও কর্তৃপক্ষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।