Print Date & Time : 21 April 2025 Monday 2:43 pm

ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ায় সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কোমপাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাধাপ্রাপ্ত হলেও নিখোঁজদের তল্লাশি অব্যাহত আছে।

আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা।