ডেস্ক রিপোর্ট: বিলাসবহুল এই ইয়টে ব্রিটিশ পতাকা উড়ছিল এবং নিখোঁজদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক আছেন।
ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল ইয়ট ডুবে ১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ ও উদ্ধারকারীরা।
সোমবার ভোরে ইয়টটি ডুবে যায়। ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৫৬ মিটার (১৮৩ ফুট) লম্বা ওই ইয়টটিতে ব্রিটিশ পতাকা উড়ছিল এবং নিখোঁজদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক আছেন।
এছাড়াও ইয়টের ২২ আরোহীর মধ্যে ১২ জন যাত্রী এবং ১০ ক্রু ছিলেন, যাদের কেউ আমেরিকান আবার কেউ কানাডিয়ান বংশোদ্ভূত নাগরিক। জরুরি সেবা বিভাগের কর্মীরা এক বছর বয়সী এক শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে। উড়ছিল এবং নিখোঁজদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক আছেন।
উদ্ধারকৃতদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইতালিয়ান কোস্ট গার্ড।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতরাতে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে ইয়টটি ডুবে যায়। পানির নিচে ৫০ মিটার গভীরে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। ডুবুরিরা নিখোঁজদের সন্ধান করছে।
নিহত একজনের মৃতদেহ ধ্বংসাবশেষের বাইরে খুঁজে পাওয়া গেছে। তিনি কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত জানা যায়নি।
ভূমধ্যসাগরের পশ্চিমার্ধে গতসপ্তাহের মধ্যভাগ থেকে ঘন ঘন মারাত্মক ঝড় দেখা গেছে। সেখানে রয়েছে নিম্নচাপ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সিসিলির উত্তর উপকূলে প্রবল ঝড় বয়ে গেছে। এই ঝড়ের প্রভাবে বাতাসের গতি হঠাৎ বেড়ে যাওয়া কিংবা ভারি বৃষ্টিপাত ঘটে থাকতে পারে।