Print Date & Time : 9 May 2025 Friday 5:19 am

ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার (২৯ অক্টোবর) জানিয়েছেন, গভীর রাতে চালানো কয়েকদফা হামলায় খারকিভ ও কিয়েভে অন্তত চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ইউক্রেনে প্রায় প্রতিরাতেই ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, আগের রাতে প্রায় ৪৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়। তারমধ্যে ২৬টি তারা বিধ্বস্ত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে খারকিভের মেয়র ইহোর টেরেকোভ জানিয়েছেন, মঙ্গলবার মাঝরাতে শহরের ওসনোভিয়ানস্কি এলাকায় বোমাহামলা চালায় রাশিয়া। এতে চারজন প্রাণ হারিয়েছেন।

এর আগে, খারকিভে সোমবার গাইডেড বোমা হামলা চালিয়েছিলো রাশিয়া। ওই হামলায় ১৯২০ এর দশকের গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ‘ডেরঝপ্রোম’ ভবন মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো জানিয়েছেন, বিধ্বস্ত ড্রোনের ভাঙা টুকরোর আঘাতে চারজন আহত হয়েছেন। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া হামলায় একটি আবাসিক ভবন ও একাধিক গাড়িতে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ বলেছে, রুশ ড্রোন হামলা প্রতিরোধে সক্রিয় ছিল ইউক্রেনের বিমান বাহিনী। বিধ্বস্ত ড্রোনের ভাঙা অংশ কিয়েভের পশ্চিমাঞ্চলীয় সোভিয়াটোশিনস্কিতে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

রুশ হামলার আকার সম্পর্কে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এদিকে, হামলার বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় আড়াই বছরের যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ক্রেমলিন।