ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রবিবার (২৩ মার্চ) গভীররাতে রুশ ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। এসময় রাজধানী শহরের একাধিক বহুতল ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা দফতর জানিয়েছে, হোলোসিভস্কিয়ি জেলায় ধ্বংসস্তূপ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কিছুক্ষণ আগে ওই স্থানের কাছেই এক পুরুষের দেহ উদ্ধার করা হয়।
এছাড়া, দিনিপ্রোভস্কিয়ি জেলায় বহুতল ভবন থেকে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ড্রোন হামলার কারণে ওই ভবনে আগুন ধরে যায়। ভবনটি থেকে ২৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জরুরি পরিষেবা।
হামলা শুরু হতেই কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, কিয়েভে শত্রুপক্ষ ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য হামলার ব্যাপকতার বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। তবে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির তথ্য পেয়ে সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবার কর্মীদের পাঠানোর কথা জানিয়েছেন ক্লিটশকো।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় বেশকিছু বিস্ফোরণে শব্দ শুনে তাদের মনে হয়েছে, ড্রোন ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক বলেছেন, রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় দুই ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া, ওইসব স্থানের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানোর কথা কিয়েভ ও মস্কো উভয় পক্ষই অস্বীকার করে আসছে।