Print Date & Time : 11 September 2025 Thursday 10:16 am

ইউক্রেনে রাশিয়ার অতর্কিত ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে ওডেসার মেয়র এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

ওডেসার মেয়র গেন্নাদি ট্রুখানভ টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘রাশিয়া ২০টিরও বেশি ইউএভি ড্রোন দিয়ে শহরে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে। উদ্ধারকর্মীরা বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করছেন।’

মেয়র আরও বলেন, ‘এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

পরে ওডেসার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, আগুন লাগা অ্যাপার্টমেন্টগুলো থেকে পাঁচজনকে উদ্ধার করা হলেও ‘একজন উদ্ধারকৃত নারী মারা গেছেন’।

উনিশ শতকের মনোরম স্থাপত্যের জন্য পরিচিত কৃষ্ণসাগরের এই বন্দর শহরটি তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিয়মিত রুশ হামলার শিকার হচ্ছে। শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় রয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচ ঘণ্টার মধ্যে তারা ৮৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ব্রায়ানস্ক শহরে ৪৮টি এবং মস্কোতে ৫টি ড্রোন ধ্বংস করা হয়।