Print Date & Time : 10 September 2025 Wednesday 7:08 pm

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে ট্রাম্পের হুমকি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসান না হলে রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ বুধবার (২২ জানুয়ারি) এক পোস্টে এই হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোস্টে ট্রাম্প রুশ জনগণের প্রতি নিজের ‘ভালোবাসা’ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ভালো সম্পর্ক’ থাকার কথা উল্লেখ করেছেন। এরপর তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই অর্থহীন যুদ্ধ বন্ধ করুন!’

তিনি লিখেছেন, পরিস্থিতি কেবল আরও খারাপ হবে। যদি দ্রুত কোনও সমঝোতা না হয়, তাহলে রাশিয়ার যেকোনও পণ্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশগ্রহণকারী দেশে বিক্রি হচ্ছে সেগুলোর ওপর উচ্চ মাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার আর কোনও উপায় থাকবে না।

ট্রাম্প আরও লিখেছেন, এখনই চুক্তি করার সময়। আর কোনও প্রাণহানি হওয়া উচিত নয়।

রাশিয়া ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ। তবে দেশটির ব্যাংক ও সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলো বিদ্যমান নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল অবলম্বনে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরোপিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা কিছু খাত থাকলেও সেগুলোর ওপর নতুন বিধিনিষেধ আরোপ করলে বৈশ্বিক অর্থনীতিতে আরও জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।