Print Date & Time : 10 September 2025 Wednesday 6:24 pm

ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করল রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সঙ্গে লড়তে নিজেদের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণও দেয় মার্কিন প্রশাসন।

তবে এক বছরের মাথায় এফ-১৬ যুদ্ধবিমানটি হারিয়েছে ইউক্রেন। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার হামলায় এই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং পাইলট মারা গেছেন।

কিয়েভ দাবি করেছে, মারা যাওয়ার আগে সেই পাইলট রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। দেশ রক্ষায় নিজের জীবন দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল, তখন অনেক বিশ্লেষক এই নীতির বিরোধিতা করে বলেছিল; পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাশিয়ার সথে চলমান যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠবে।

কারণ এই মডেলের যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭০ এর দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি। এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের মত এফ-১৬ তৈরি করা হয়েছে।