Print Date & Time : 12 May 2025 Monday 9:46 pm

ইউক্রেনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে রাশিয়ার: কিম

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রাশিয়ার রয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার (২৯ নভেম্বর) রুশ প্রতিরক্ষামন্ত্রীকে তিনি বলেছেন, ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের ব্যবহার যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফল এবং মস্কোর আত্মরক্ষায় লড়াই করার অধিকার রয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দেখা করেছেন কিম। তখন তিনি বলেছিলেন, ‘কিয়েভ কর্তৃপক্ষকে মার্কিন তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আক্রমণ করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা’ এবং রাশিয়ার উচিত ‘শত্রু শক্তিকে মূল্য চুকাতে’ পদক্ষেপ নেওয়া।

কিমের বরাতে বার্তা সংস্থাটি আরও জানায়, ‘ডিপিআরকে সরকার, সেনাবাহিনী ও জনগণ সর্বদা রুশ ফেডারেশনের নীতিকে সমর্থন করবে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে আধিপত্যের জন্য সাম্রাজ্যবাদীদের পদক্ষেপ থেকে রক্ষা করতে।’

উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। সংক্ষেপে ডিপিআর বলা হয়।

কেসিএনএ জানিয়েছে, জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেছিলেন সেটির অধীনে সামরিক বিষয়সহ সব ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রসারিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।

মস্কো ও পিয়ংইয়ং গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় তাদের নেতাদের শীর্ষ বৈঠকের পর থেকে নাটকীয়ভাবে সম্পর্কের উন্নত করেছে। দক্ষিণ কোরিয়ার গুপ্তচরের তথ্যানুসারে, তখন থেকে উত্তর কোরিয়া ১০ হাজারেরও বেশি কন্টেইনার গোলাবারুদ, একইসঙ্গে স্ব-চালিত হাউইটজার ও একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে।

কিম ও বেলোসভ রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা করেছেন কি-না সে বিষয়ের কোনও উল্লেখ করেনি কেসিএনএ।

দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা বলেছে, উত্তর কোরিয়া রাশিয়ায় ১০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে ও তাদের কুরস্ক অঞ্চলসহ ফ্রন্টলাইনে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে রুশ বাহিনী ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটানোর চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চলতি মাসে এই ধরণের হামলার জন্য ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার করতে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এর পরই রাশিয়ায় দেশটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইউক্রেনের সামরিক ও শক্তি অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে রাশিয়া। দেশটি বলছে, এটি মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া ছিল।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন বেলোসভ। তিনি বলেছেন, কিম ও পুতিনের স্বাক্ষরিত অংশীদারিত্ব চুক্তি উত্তর-পূর্ব এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে অবদান রাখবে।

কেসিএনএ জানিয়েছে, কিম ব্যক্তিগতভাবে বেলোসভের প্রতিনিধিদলের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত একটি সংবর্ধনায় অংশ নিয়েছিলেন।