Print Date & Time : 21 April 2025 Monday 4:16 am

ইউক্রেনের পোলতাভায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪১: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যাঞ্চলীয় শহর পোলতাভায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ১৮০ জনেরও বেশি আহত হয়েছেন। মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) এই হামলাটি যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী আক্রমণগুলোর একটি বলে উল্লেখ করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রুশ বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এর ফলে সামরিক যোগাযোগ ইনস্টিটিউটের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই একটি পূর্ণাঙ্গ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেনস্কি বলেন, এই হামলার জন্য রুশ বর্বরদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনকে রক্ষা করতে পশ্চিমাদের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে হবে।

জেলেনস্কি আবারও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা বিশ্বকে বারবার বলেছি এই সন্ত্রাস থামাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রয়োজন। রুশ সন্ত্রাস থেকে আমাদের রক্ষা করার জন্য এখনই দূরপাল্লার হামলার প্রয়োজন, পরে নয়। দুর্ভাগ্যবশত, প্রতিদিনের দেরি মানে জীবনহানি।