Print Date & Time : 29 May 2025 Thursday 3:55 pm

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি তেল ডিপোতে আগুনের সূত্রপাত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দক্ষিণাঞ্চলীয় রোস্তভের কামেনস্কি জেলায় এই ঘটনা ঘটেছে। গভর্নর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বেশ কয়েকটি ট্যাংকে আগুন লাগার খবর নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ‘কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন।’

ডিপোতে হামলার বিষয়টি উল্লেখ না করেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,ভি অঞ্চলে চারটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট।

এর আগে, রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলোর কাছাকাছি অবস্থিত বাজা টেলিগ্রাম চ্যানেল জানায়, এলাকায় দুটি ড্রোন আঘাত হানার পর কামেনস্কি তেল ডিপোতে তিনটি ট্যাংকে আগুন ধরে যায়।

রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে রাতের বেলা বড় ট্যাংকের মতো কিছু দেখা যায়। রোস্তভের কামেনস্কি জেলার এই ঘটনার ভিডিওগুলোর মধ্যে একটিকে শনাক্ত করতে সক্ষম হয় রয়টার্স।

ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, এই অঞ্চলে ইউক্রেনের নিক্ষেপ করা ড্রোনের ধ্বংসাবশেষ ‘বিস্ফোরক বস্তুর কাছে’ পড়লে আগুনের সূত্রপাত হয়। তবে সেখানে কোনও বিস্ফোরণ ঘটেনি বলেও জানান তিনি।

এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কামেনস্কি জেলার একটি জ্বালানি স্টোরেজ ডিপোতে আগস্টের শুরুতেও হামলা হয়েছিল।

রুশ টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, ইউক্রেনীয় হামলার প্রায় দশ দিন পর রোস্তভের প্রোলেটার্স্ক জেলার আরেকটি তেল ডিপোতে ট্যাংগুলোতে আগুন লাগার সময় এই হামলা হয়।

টেলিগ্রামে গুসেভ বলেছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বাসিন্দারা তাদের বসত বাড়িতে ফিরছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভোরোনেজ অঞ্চলে আটটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।