ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইগ (দক্ষিণ) বাহিনীর ইউনিটগুলোর অভিযানের পর আলেকজান্দ্রো-কালিনোভের বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে ৩৩৮টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং রাতভর আটকে রাখা হয়েছে।
রাশিয়ার এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। আর চলমান সশস্ত্র সংঘাতের কারণে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা কঠিন বলেও জানিয়েছে আনাদোলু।
এর আগেও ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে একটি গ্রাম দখলের দাবি করে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনারা মার্ন নামের গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম ‘কার্ল মার্ক্স’ বলে উল্লেখ করেছেন। গ্রামটি দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল।
তার আগে গত ২৬ জুন রুশ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের পর পূর্ব ইউক্রেনের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রাশিয়ান সেনারা। ওই গ্রামটি লিথিয়াম মজুতের কাছে অবস্থিত।