Print Date & Time : 20 April 2025 Sunday 12:54 pm

ইউক্রেইনের সঙ্গে আলোচনায় সৌদি আরব যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক বাকবিতণ্ডায় ভেস্তে যাওয়ার পর আবার হতে চলেছে যুক্তরাষ্ট্র-ইউক্রেইন বৈঠক। এবার বৈঠক হবে সৌদি আরবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় বসবেন ইউক্রেইনের প্রতিনিধিদের সঙ্গে। এ লক্ষ্যে সোমবারই সৌদি আরব সফরে যাচ্ছেন রুবিও। আগামী বুধবার পর্যন্ত সেখানে থাকবেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে চাইছে। রুবিও গত শুক্রবারেই ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিলের সঙ্গে কথা বলেছেন।

তাকে রুবিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যত দ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শেষ করতে চান। তবে হোয়াইট হাউজে গত ২৮ ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত রয়েছে।

জেলেনস্কি অবশ্য তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করেছেন এবং যুক্তরাষ্ট্র ডাকলে আবার আলোচনায় বসার ইচ্ছাও প্রকাশ করেছেন। এই আবহেই সৌদি আরবে ইউক্রেইনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে চলেছে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীর।

রুবিও সৌদি আরব সফরকালে ইউক্রেইনের সঙ্গে বৈঠক করা ছাড়াও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করবেন। ওদিকে জেলেনস্কিরও সোমবার সৌদি আরবে যুবরাজ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আর জেলেনস্কির কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে মঙ্গলবার।