ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এমন সতর্কতা দিয়ে তিনি বলেছেন, ইইউর সঙ্গে বাণিজ্য আলোচনা ‘কোনোভাবেই এগোচ্ছে না’।
মাত্র দুই সপ্তাহ আগে চীনা পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এতে আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্থিতিশীলতা শুরু হয়েছিল। কিন্তু এরমধ্যেই ইউরোপীয় দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন তিনি।
সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প এ ব্যাপারে লিখেছেন, তাদের বাণিজ্য বাধা, ভ্যাট-ট্যাক্স, হাস্যকর কর্পোরেট জরিমানা, অ-আর্থিক বাণিজ্য বাধা, আর্থিক কারসাজি, আমেরিকান কোম্পানিগুলির বিরুদ্ধে অন্যায্য এবং অযৌক্তিক মামলা এবং আরও অনেক কিছুর কারণে— ইইউর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরে ২৫০ মিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
তিনি আরও লিখেছেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা কোনও ফলপ্রসূ হচ্ছে না! অতএব আমি ১ জুন, ২০২৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।
ট্রাম্পের এমন হুমকির জবাবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউরোপীয় ইউনিয়ন।
সম্প্রতি বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্প ‘শুল্ক যুদ্ধ’ শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ দেশগুলোর বাণিজ্য ঘাটতি কমাতে এমনটি করছেন তিনি। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বেশিরভাগ পণ্যে তিনি ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু ইউরোপের দেশগুলো এ নিয়ে আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করার পর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসেন তিনি। যা আগামী ৮ জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। কিন্তু তার আগেই ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন।