Print Date & Time : 26 July 2025 Saturday 5:45 pm

আসাদের পতনের পর দেশে ফিরেছেন ২ লাখ সিরীয়

ডেস্ক রিপোর্ট: দুই যুগ ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদের পতনের পর থেকে প্রায় ২ লাখ সিরীয় শরণার্থী দেশে ফিরে এসেছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি শনিবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

গ্র্যান্ডির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ৮ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে প্রায় ১ লাখ ৯৫ হাজার ২০০ সিরীয় নাগরিক দেশে ফিরে এসেছেন।

এক্স পোস্টে তিনি আরও বলেন, ‘শিগগিরই আমি সিরিয়া এবং এর প্রতিবেশী দেশগুলো পরিদর্শন করব। কারণ ইউএনএইচসিআর প্রত্যাবাসী এবং আশ্রয়প্রার্থী সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়াবে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনীর সংঘাতের সময় লেবাননে আশ্রয় নেওয়া লাখ লাখ সিরীয় দেশে ফিরে এসেছিলেন।
সিরিয়ার সঙ্গে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) সীমান্ত ভাগ করা তুরস্কে ২০১১ সাল থেকে প্রায় ২৯ লাখ সিরীয় শরণার্থী রয়েছে।

গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীদের ঝড়ো হামলায় মুখে পালিয়ে যান দুই যুগ ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ১৩ বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় নিহত হয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ আর এ সময়ে বিদেশে পালিয়েছেন লাখ লাখ মানুষ।