ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। এতে জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) কংগ্রেসে দেওয়া এক ভাষণে জেলেনস্কির চিঠির উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, স্থায়ী শান্তি কাছাকাছি আনতে ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না।
ট্রাম্প আরও জানান, তিনি রাশিয়ার সঙ্গে ‘গুরুতর আলোচনা’ করছেন। তারা শান্তির জন্য প্রস্তুত- এমন জোরাল সংকেত পেয়েছেন।
তিনি বলেন, ‘এই উন্মাদনা বন্ধ করার সময় এসেছে। হত্যাকাণ্ড বন্ধ করার সময় এসেছে। এই অর্থহীন যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। যদি আপনি যুদ্ধ বন্ধ করতে চান তবে আপনাকে উভয় পক্ষের সঙ্গেই কথা বলতে হবে। ’
কংগ্রেসের ভাষণে ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার জন্য তার পরিকল্পনার আরও রূপরেখা দেবেন বলে আশা করা হচ্ছিল। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি।
মার্কিন এ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত।
এদিকে চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এবং ইউক্রেন সামরিক সহায়তার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে, যা ট্রাম্প স্থগিত করেছেন।
কিন্তু মঙ্গলবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে বলেছেন, কোনও চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা নেই।
ট্রাম্প খনিজ চুক্তি সম্পর্কে আর কোনও বিশদ বিবরণ দেননি, যার ফলে এই চুক্তি আদৌ হবে কি হবে না তা অস্পষ্ট।

Discussion about this post